শীর্ষ স্থান দখলে রাখার শপথ নিয়ে কিউইদের দেশে রবিবাসরীয় যুদ্ধে নামছে ধোনি বাহিনী

শীর্ষ স্থান দখলে রাখার শপথ নিয়ে কিউইদের দেশে রবিবাসরীয় যুদ্ধে নামছে ধোনি বাহিনী

Tag:  Kiwi India Newzeland
শীর্ষ স্থান দখলে রাখার শপথ নিয়ে কিউইদের দেশে রবিবাসরীয় যুদ্ধে নামছে ধোনি বাহিনী নিউজিল্যান্ড সফরে শুধু সিরিজ জেতা নয়, সম্মান বাঁচানোরও লড়াই ভারতের। কিউইদের কাছে সিরিজ হারালে একদিনের ক্রিকেটে শীর্ষ স্থান হারিয়ে ফেলবে ভারত। সেক্ষেত্রে একনম্বর স্থানে উঠে আসবে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড।

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারতের শুধু সিরিজ হারানোর ভয়ই নয়। ভয় রয়েছে একদিনের ক্রিকেটে শীর্ষস্থান হারানোরও।

জানুয়ারি ২০১৩ থেকে শীর্ষে রয়েছে ভারত। কিউইদের কাছে যদি ভারত সিরিজ হারে তাহলে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড শীর্ষে চলে যাবে। বর্তমানে একদিনের সিরিজ খেলছে এই দুই দেশ। অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে তিন-দুই ফলে হারাতে পারে আর ভারত যদি নিউজিল্যান্ডের কাছে ২-৩ ফলে সিরিজ হারায় তাহলে শীর্ষে চলে যাবেন ক্লার্করা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এখন ১-০ এগিয়ে অস্ট্রেলিয়া। অন্যদিকে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলে সাত নম্বর স্থানে উঠে আসবে নিউজিল্যান্ড। হারলে কোনও স্থান হারাবে না তারা।

First Published: Saturday, January 18, 2014, 23:05


comments powered by Disqus