Last Updated: Saturday, February 15, 2014, 19:17
দক্ষিণ আফ্রিকা সফরে মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। কিন্তু ওয়েলিংটনে সুযোগ পুরোমাত্রায় কাজে লাগিয়ে টেস্টে প্রথম শতরান করেন আজিঙ্কা রাহানে। টেস্টে প্রথম শতরান সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়কে উৎসর্গ করেছেন রাহানে। এই দুই কিংবদন্তি ব্যাটসম্যানের কাছে শিখেই তাঁর খেলা পরিণত হয়েছে বলে দাবি রাহানের। তাঁর শতরানের উপর ভর করেই দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে বড় রানের টার্গেট দিয়েছে ভারত। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন যখন রাহানে ব্যাট করতে নামেন তখন ভারতের অর্ধেক ব্যাটসম্যান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন। নিজের স্বাভাবিক খেলা খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছিলেন বলে জানিয়েছেন রাহানে। ধোনি, জাদেজার পর টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করে শতরান পুর্ণ করেন তিনি। ১১৮ রান করে সাউদির বলে আউট হন রাহানে।