এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ধোনি

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ধোনি

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ধোনিএকেই বলে হয়তো কাটা ঘায়ে নুনের ছিটে। নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের সফর সেরে ফেরার পর চোটের ব্যথা টের পেলেন মহেন্দ্র ধোনি। কুচকিতে চোট পেয়ে (side strain injury) এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারত অধিনায়ক। ২৩ ফেব্রুয়ারি এশিয়া কাপ খেলতে বাংলাদেশে উড়ে যাওয়ার কথা ছিল ধোনির। কিন্তু শেষ অবধি চোট বাধ সাধল। আজই নিউজিল্যান্ড থেকে দেশে ফেরেন ধোনি।

প্রসঙ্গত, বাংলাদেশে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ আয়োজক দেশ বাংলাদেশের বিরুদ্ধে, ২৬ ফেব্রুয়ারি। ধোনির জায়গা দেশকে হয়তো নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

First Published: Thursday, February 20, 2014, 20:05


comments powered by Disqus