Last Updated: Monday, January 28, 2013, 20:47
২০১৫ বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই বছরের মধ্যেই ক্রিকেটারদের একটা পুল তৈরি করতে চাইছেন তিনি। বিশ্বকাপের পরিকল্পনায় ইরফান পাঠানকে রাখছেন মাহি। ধোনির মতে,ইরফান মূলত হবেন পেসার অলরাউন্ডার আর জাদেজা হবেন স্পিনার অলরাউন্ডার। সাত আর আট নম্বরে দুজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন ধোনি।