ফ্র্যাঞ্চাইজির দৌড়ে ধোনি, শাহরুখ, Dhoni, Shahrukh for franchise

ফ্র্যাঞ্চাইজির দৌড়ে ধোনি, শাহরুখ

ফ্র্যাঞ্চাইজির দৌড়ে ধোনি, শাহরুখবুদ্ধ সার্কিটে ফর্মুলা ওয়ানের সফল আয়োজনের পর ভারতে এখন মোটর স্পোর্টসের রমরমা বাজার। আবুধাবিতে আসন্ন আই ওয়ান সিরিজের জন্য ফ্র্যাঞ্চাইজি হওয়ার দৌড়ে আছেন মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং এবং টলিউড তারকা নাগার্জুন। শাহরুখ খান মুম্বই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর শেষ ফ্র্যাঞ্চাইজিগুলো কিনতে ঝাঁপিয়ে পড়েছেন সেলিব্রিটিরা। আগামি কয়েক সপ্তাহের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সুচি চুড়ান্ত করা হবে বলে আই ওয়ান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আই ওয়ানে থাকবে নয়জন ফ্র্যাঞ্চাইজি।
 

First Published: Wednesday, November 16, 2011, 21:48


comments powered by Disqus