Last Updated: Wednesday, November 16, 2011, 21:42
বুদ্ধ সার্কিটে ফর্মুলা ওয়ানের সফল আয়োজনের পর ভারতে এখন মোটর স্পোর্টসের রমরমা বাজার। আবুধাবিতে আসন্ন আই ওয়ান সিরিজের জন্য ফ্র্যাঞ্চাইজি হওয়ার দৌড়ে আছেন মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং এবং টলিউড তারকা নাগার্জুন।