Last Updated: December 3, 2013 15:36

বর্ষসেরা পুরস্কারের তালিকা ঘোষণা করল আইসিসি। ভারতীয়দের মধ্যে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার মনোনীত হয়েছেন চেতেশ্বর পুজারা এবং অশ্বিন। বর্ষসেরা একদিনের ক্রিকেটার মনোনীত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, জাদেজা এবং শিখর ধাওযান। এরই পাশাপাশি টেস্ট দলেরও ঘোষণা করল আইসিসি । ভারতীয়দের মধ্যে এই দলে রয়েছেন অশ্বিন, পুজারা এবং ধোনি।
অশ্বিন দলে দ্বাদশ ব্যক্তি। আইসিসির একদিনের দলে রয়েছেন শিখর ধাওয়ান, ধোনি এবং রবীন্দ্র জাদেজা। এই নিয়ে টানা ছয়বার আইসিসির একদিনের দলে জায়গা পেলেন ধোনি। ব্যাক্তিগত বিভাগে গ্যারি সোবার্স ট্রফির জন্য ধোনির নাম মনোনীত করা হয়েছে। মানুষের বিচারে (পিপলস চয়েস অ্যাওয়ার্ড) সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন মহেন্দ্র সিং ধোনি। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই পুরস্কার পেলেন ভারত অধিনায়ক।
First Published: Tuesday, December 3, 2013, 15:38