Last Updated: Tuesday, December 3, 2013, 15:36
বর্ষসেরা পুরস্কারের তালিকা ঘোষণা করল আইসিসি। ভারতীয়দের মধ্যে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার মনোনীত হয়েছেন চেতেশ্বর পুজারা এবং অশ্বিন। বর্ষসেরা একদিনের ক্রিকেটার মনোনীত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, জাদেজা এবং শিখর ধাওযান। এরই পাশাপাশি টেস্ট দলেরও ঘোষণা করল আইসিসি । ভারতীয়দের মধ্যে এই দলে রয়েছেন অশ্বিন, পুজারা এবং ধোনি।