ধুম থ্রি-র ৫ কোটির গানের প্রথম ঝলক

ধুম থ্রি-র ৫ কোটির গানের প্রথম ঝলক

ধুম থ্রি-র ৫ কোটির গানের প্রথম ঝলকধুম থ্রি-র ৫ কোটির গানের প্রথম ঝলক দেখল দর্শক। মলঙ্গ নামের হাই-এনার্জি গানে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ।

জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০০ জন পেশাদার জিমন্যাস্টকে নিয়ে আসা হয়েছে শুধু এই গানের জন্য। প্রায় ২০ দিন তাঁরা মুম্বইতে থেকে ট্রেনিং করেছেন। ২ মাস লেগেছে শুধু গানের সেট তৈরি হতেই। জিমন্যাস্টদের পারিশ্রমিক, তাঁদের কস্টিউম ও গানের সেটের পিছনেই খরচা হয়েছে ৫ কোটি টাকা।

আমির, ক্যাট ছাড়াও ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া ও জ্যাকি শ্রফ। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ধুম থ্রি।

First Published: Wednesday, November 27, 2013, 17:53


comments powered by Disqus