Last Updated: September 5, 2013 17:54

যশ চোপড়া ক্যাম্পের ধুম সিরিজের তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দারুণ সাড়া ফেল দিল। আগামী ডিসম্বরে মুক্তি পেতে চলা যশরাজ ফিল্মসের ধুম থ্রি-টিজার্সের আত্মপ্রকাশ ঘটল। ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই টিজার্স দেখা গেল আমির খানের বাইক রাইডিংও। ধুমের আগের দুটো সংস্করণে ছিলেন জন আব্রাহাম ও ঋত্বিক রোশন। যে দুজনের পেশিবহুল শরীর নিয়ে বলিউড গর্বিত। আমির সেই তালিকায় পড়েন না।
তবে বাইক হাতে দারুণ লাগছে ছবির ভিলনে আমিরকে। এমনটাই বলছেন সিনেপ্রেমীরা। টিজারে আমির গলায় শোনা গেল দারুণ ডায়লগ। আমির বললেন, বান্ধে হ্যায় হাম উসকে হামপে কিসকা জোর...। দেখা যাচ্ছে আমিরকে হেলিকপ্টারে তাড়া করছেন পুলিস অভিষেক বচ্চন। আর আমির একের পর বাধা টপকে বাইক নিয়ে দিব্যি চলেছেন। ঠিক যেমনটা ধুমের আগের দুটো সিরিজে করেছিলেন জন আর ঋত্বিক। তবে আমিরকে আরও একটু বেশি ঝুঁকি নিতে দেখা গেল। ক্যাটরিনাকেও টিজার্স পাওয়া গেল জমকালো পোশাকে। প্রথম পাঁচ ঘণ্টাতেই ধুম থ্রি-র টিজার ৭৫ হাজার ছুঁয়ে ফেলল।
দেখুন সেই টিজারবলিউডে মেগা বাজেটের ছবিকে প্রোমোট করার জন্য এখন এই টিজার্সের রিলিজ করা হয়। ক বছর আগে অবশ্য কোন সিনেমার প্রোমো থেকেই প্রচার হত। ধুম থ্রি-র ক্ষেত্রে ব্যাপরটা অন্যরকম ঘটছে। অগাস্টের মাঝামাঝি রিলিজ করা হয়েছিল পোস্টার, এ বার রিলিজ করা হল টিজার্স। সম্ভবত অক্টোবরের মাঝামাঝি অফিসিয়াল প্রোমো রিলিজ করে যাবে।
দেখুন ধুম থ্রি-ভিডিও পোস্টার
First Published: Thursday, September 5, 2013, 18:08