Last Updated: Thursday, September 5, 2013, 17:54
যশ চোপড়া ক্যাম্পের ধুম সিরিজের তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দারুণ সাড়া ফেল দিল। আগামী ডিসম্বরে মুক্তি পেতে চলা যশরাজ ফিল্মসের ধুম থ্রি-টিজার্সের আত্মপ্রকাশ ঘটল। ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই টিজার্স দেখা গেল আমির খানের বাইক রাইডিংও। ধুমের আগের দুটো সংস্করণে ছিলেন জন আব্রাহাম ও ঋত্বিক রোশন। যে দুজনের পেশিবহুল শরীর নিয়ে বলিউড গর্বিত। আমির সেই তালিকায় পড়েন না।