Last Updated: October 15, 2012 23:03

বিগ ফ্যাট বলিউড ওয়েডিং থেকে পাত্র-পাত্রীর প্রাক্তনীরা বরাবরই শতহস্ত দূরে থেকেছেন। অভি-অ্যাশের বিয়েতে নিমন্ত্রণ পাননি সলমন, বিবেক ওবেরয় বা করিশমা কপুর। শিল্পা শেট্টির বিয়েতেও দেখা যায়নি অক্ষয় কুমারকে। খিলাড়ির বিয়েও সাবধানে এড়িয়ে গেছিলেন রবিনা টন্ডন। তবে শোনা যাচ্ছে সেই অসম্ভবই সম্ভব হয়েছে সইফিনার সঙ্গীতে।
করিনার প্রাক্তন প্রেমিক শহিদ গতকাল বেবোর বাড়ির ছায়া না মাড়ালেও মেয়ে সারার সঙ্গে নাকি নিমন্ত্রণ রক্ষায় এসেছিলেন প্রাক্তন সইফ ঘরণী অমৃতা সিং। গোপন সূত্রে খবর পাওয়া গেলেও পাপারাৎজিদের ক্যামেরা ধরতে পারেনি তাঁকে।
যাই হোক, যদি সত্যিই উনি এসে থাকেন তবে ছোটে নবাবের বিয়ে যে বলিউডে ইতিহাস রচনা করবে তা বলাই বাহুল্য।
First Published: Monday, October 15, 2012, 23:03