Last Updated: Thursday, December 13, 2012, 16:34
বিদ্যা বালনের বাংলা প্রেম কারও অজানা নয়। কেরিয়ার শুরু বাংলা ছবি দিয়ে। বলিউডেও আত্মপ্রকাশ খাঁটি বাঙালি মেয়ে ললিতার চরিত্রে। কাহানির পর সেই প্রেম বেড়ে গেছে চতুর্গুণ। তার প্রমাণ পাওয়া গেল বিদ্যার মেহেন্দিতেও। রাসবিহারী মোড়ের মহারানির চায়ের চমকে পাগল বিদ্যা মেহেন্দিতে সেজেছিলেন আগাগোড়া পাক্কা বাঙালি হবু কনে।