মেসির গোল্ডেন বল প্রাপ্তিতে ফিফার উপর বেজায় চটলেন মারাদোনা

মেসির গোল্ডেন বল প্রাপ্তিতে ফিফার উপর বেজায় চটলেন মারাদোনা

মেসির গোল্ডেন বল প্রাপ্তিতে ফিফার উপর বেজায় চটলেন মারাদোনা ফিফা লিওনেল মেসিকে বিশ্বকাপের শ্রেষ্ঠ প্লেয়ার নির্বাচিত করায় বেজায় চটেছেন দিয়োগো মারাদোনা। আর্জেন্টিনার কিংবদন্তী এই ফুটবলারারের মতে মেসি মোটেও গোল্ডেন বল পাওয়ার যোগ্য নন।

সোমবার একটি টেলিভিশন শো তে মারাদোনা বলেছেন ``যদি সম্ভব হত আমি মেসিকে স্বর্গ দিতাম। কিন্তু কোন মার্কেটিং প্ল্যানের জন্য কাউকে কিছু দিয়ে দেওয়াটা অন্যায়।``

মেসির গ্লোডেন বল পাওয়া নিয়ে বিতর্ক এখন বিশ্ব জুড়ে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ৪ টি গোল করলেও তাঁর করা প্রত্যেকটি গোলই গ্রুপ স্তরে। নক আউটে এসে মেসি একটিও গোল করতে পারেননি। বাস্তবে অন্য অনেক ফুটবলাররা বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের থেকে অনেক ভাল পারফরমেন্স করেছেন। নেদারল্যান্ডের রবেন, জার্মানির সোয়েনস্টাইগার, মুলার, আর্জেন্টিনার মাসচেরানো উঠে আসছে অনেকের নামই। এদের সবাইকে টপকে মেসির গোল্ডেন বল প্রাপ্তিতে শুধু মারাদোনা নন, বিস্মিত অনেকেই।



First Published: Tuesday, July 15, 2014, 09:57


comments powered by Disqus