Last Updated: Thursday, December 5, 2013, 21:40
ভারত কোনওদিন বিশ্বকাপ ফুটবলে খেলেনি, হয়তো অদূর ভবিষ্যতেও খেলবে না। তবে ভারতে হবে বিশ্বকাপ। ২০১৭ সালের যুব বিশ্বকাপ হবে । অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে হচ্ছে, এই কথাটা সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে একটু পরেই। দীর্ঘ টালবাহানার পর ভারতে বসছে এই যুব বিশ্বকাপের আসর। ফিফা থেকে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে এই বিষয়ে জানানো হয়েছে।