Last Updated: May 10, 2013 20:16

ফের দাম বাড়ল ডিজেলের। লিটারে দাম বাড়ছে এক টাকা। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। কলকাতায় ডিজেলের নতুন দাম হবে ৫৩ টাকা ৯৩ পয়সা প্রতি লিটার।
ঘাটতি মেটাতে প্রতি মাসে ডিজেলের দাম লিটারে ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কয়েক দফায় এই হারে দামও বাড়ানো হয়। কর্ণাটক ভোটের জন্য এর আগের পর্যায়ে দাম বাড়েনি। কিন্তু কর্ণাটক ভোটপর্ব মিটে যেতেই ডিজেলের বাড়ানো হল ডিজেলের দাম।
First Published: Friday, May 10, 2013, 20:16