Last Updated: Friday, May 31, 2013, 21:07
ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের। তেল সংস্থা গুলি প্রতি লিটার তেলে ৭৫ পয়সা দাম বাড়িয়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৫০ পয়সা। গত মাসেই দাম কমেছিল পেট্রলের। গত পাঁচ বছরে সর্বাধিক দাম কমে, লিটার পিছু ৩ টাকা। এক মাস কাটতে না কাটতে ফের জ্বালানীর দাম বাড়ায় চাপ পড়ল মধ্যবিত্তের পকেটে।