Last Updated: May 31, 2013 21:07

ফের দাম বাড়ল পেট্রোল, ডিজেলের। তেল সংস্থা গুলি প্রতি লিটার তেলে ৭৫ পয়সা দাম বাড়িয়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৫০ পয়সা। গত মাসেই দাম কমেছিল পেট্রোলের। গত পাঁচ বছরে সর্বাধিক দাম কমে, লিটার পিছু ৩ টাকা। এক মাস কাটতে না কাটতে ফের জ্বালানীর দাম বাড়ায় চাপ পড়ল মধ্যবিত্তের পকেটে।
টাকার দাম কমায় এমনিয়েই চাপ বাড়ছিল তেল সংস্থাগুলোর ওপর। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মার্চ থেকে চার বার পেট্রোলের দর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
First Published: Friday, May 31, 2013, 21:33