DIG Kolkata police attacked, heald two

ডিআইজি মনোজ ভার্মাকে হেনস্থা, গ্রেফতার ২

ডিআইজি মনোজ ভার্মাকে হেনস্থা, গ্রেফতার ২ ডিআইজি মনোজ ভার্মা এবং তাঁর দেহরক্ষীকে মারধরের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল শ্যামপুকুর থানার পুলিস। নিজের গাড়িতে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলার দিকে যাচ্ছিলেন ডিআইজি সিকিউরিটি মনোজ ভার্মা। শ্যামপুকুরের কাছে ট্রাফিক সিগন্যালে দাড়িয়ে থাকার সময় তাঁর গাড়িকে আরেকটি গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। এরপরই গাড়ি থেকে নেমে দুই যুবক ডিআইজি মনোজ ভার্মার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

বিষয়টি সামাল দিতে এলে তাঁর দেহ রক্ষীকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে দেহ রক্ষীর জামা ছিঁড়ে যায়। ধাক্কা দেওয়া হয় মনোজ ভার্মাকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দুই যুবককে গ্রেফতার করে শ্যামপুকুর থানার পুলিস। ধৃত অনির্বাণ নন্দী এবং জয় দত্ত শ্যামপুকুর এলাকারই বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে পুলিসের কাজে বাধা দেওয়াএবং মারধরের অভিযোগে মামলা রজু করেছে পুলিস। পরে ওই দুই যুবককে শর্তাধীন জামিনে মুক্তি দেয় ব্যাঙ্কশাল আদালত।

First Published: Sunday, February 9, 2014, 20:37


comments powered by Disqus