Last Updated: Wednesday, February 26, 2014, 20:52
নন্দীগ্রাম গুলিচালনাকাণ্ডে মূল মামলার ফাইল উধাও হয়ে গেল কলকাতা হাইকোর্টের ফাইলিং সেকশন থেকে। আজই সামনে আসে গোটা বিষয়টি। নন্দীগ্রাম মামলার ফাইল খুঁজে পাওযা যাচ্ছে না, এই বিষয়টি ডিভিসন বেঞ্চের দুই বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় এবং অরিজিত বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন মামলাকারীদের আইনজীবী। এখবরে ফাইলিং বিভাগের রেজিস্ট্রার অ্যাডমিনিস্ট্রেশন আশুতোষ করকে ডেকে পাঠান দুই বিচারপতি।