Last Updated: May 26, 2012 14:07

ফের নিজের ছেড়ে দেওয়া লোকসভা আসনে স্ত্রী ডিম্পল যাদবকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিলেন অখিলেশ সিং যাদব। এই নিয়ে দ্বিতীয়বার। শনিবার সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুলায়ম সিং যাদবের তুতো ভাই রামগোপাল যাদব জানিয়েছেন, দলীয় কর্মীদের দাবি মেনে কনৌজ লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী করা হবে ডিম্পলকে। অন্যদিকে এদিনই খবর মিলেছে, রামপুরের বহিষ্কৃত সমাজবাদী সাংসদ জয়াপ্রদা বিজেপিতে যোগ দিতে চলেছেন।
উত্তরপ্রদেশ বিধানসভায় সমাজবাদী পার্টির বিপুল জয়ের পর গত ১৫ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ। এর পর রাজ্যের বিধান পরিষদ নির্বাচনে জয়ী হয়ে কনৌজের সাংসদ পদে ইস্তফা দেন তিনি। অখিলেশের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনী যুদ্ধে নামার জন্য পুত্রবধূ ডিম্পলের নাম চূড়ান্ত করেছেন সমাজবাদী-সুপ্রিমো মুলায়ম। তবে এই প্রথম নয়, ২০০৯-এর নভেম্বর মাসেও উপনির্বাচনে লড়ার অভিজ্ঞতা রয়েছে ডিম্পলের। কিন্তু সেবার ফিরোজাবাদ কেন্দ্রে মর্যাদার লড়াইয়ে সমাজবাদী পার্টির দলত্যাগী নেতা তথা কংগ্রেস প্রার্থী রাজ বব্বরের কাছে ৮৫,৩৪৩ ভোটে হেরে গিয়েছিলেন তিনি। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে কনৌজ ও ফিরোজাবাদ কেন্দ্রে জয়ী হওয়ার পর ডিম্পলের জন্য পারিবারিক খাসতালুক ফিরোজবাদ ছেড়ে দিয়েছিলেন অখিলেশ। কিন্তু সেখানে কংগ্রেসের চিত্রতারকা প্রার্থীর কাছে অর্ধাঙ্গিনীর অপ্রত্যাশিত পরাজয় রাজনৈতিকভাবে যথেষ্ট বিপাকে ফেলেছিল তাঁকে। তবে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে রাজ্যজুড়ে সমাজবাদী `লহর`-এর পর কনৌজে ডিম্পলের জয় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে শনিবার ১১ অশোক রোড-সূত্রে বলিউডি অভিনেত্রী জয়াপ্রদার সঙ্গে বিজেপি সভাপতি নীতিন গডকড়ির গোপন বৈঠকের খবর মিলেছে। ২০০০ সালে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মনোমালিন্যের কারণে তেলুগু দেশম ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন টিনসেল টাউনের এই সুন্দরী নায়িকা। ২০০৪ এবং ২০০৯ সালে রামপুর কেন্দ্র থেকে সংসদে নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু দলবিরোধী কাজের জন্য ২০১০ সালের ফেব্রুয়ারী মাসে অমর সিংয়ের সঙ্গে তাঁকেও বহিষ্কার করেন মুলায়ম। চলতি বছরের বিধানসভা ভোটে নতুন রাজনৈতিক দল `লোকমঞ্চ` গড়ে শতাধিক আসনে প্রার্থী দিলেও এক জনকেও জেতাতে পারেননি অমর সিং-জয়াপ্রদা।
First Published: Saturday, May 26, 2012, 14:07