Last Updated: Saturday, May 26, 2012, 14:07
ফের নিজের ছেড়ে দেওয়া লোকসভা আসনে স্ত্রী ডিম্পল যাদবকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিলেন অখিলেশ সিং যাদব। এই নিয়ে দ্বিতীয়বার। শনিবার সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মুলায়ম সিং যাদবের তুতো ভাই রামগোপাল যাদব জানিয়েছেন, দলীয় কর্মীদের দাবি মেনে কনৌজ লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী করা হবে ডিম্পলকে।