Last Updated: July 26, 2013 22:56

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন এবং তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে অগ্রগতি না হলে, বাংলাদেশের আগামী নির্বাচনে বিষয়গুলি বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়াবে। আজ দিল্লিতে এমনই উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মনি। স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন নিয়ে আজ বিদেশমন্ত্রী সলমন খুরশিদ এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা অরুণ জেটলির সঙ্গে কথা বলেন দীপু মনি।
ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৪ সালে। ২০০১-এ এই বিষয়ে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়। কিন্তু এই চুক্তি কার্যকর করতে প্রয়োজন সংবিধান সংশোধনের। তার জন্য লোকসভা এবং রাজ্যসভায দরকার অন্তত দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন। অথচ ইউপিএ সরকারের সেই সংখ্যা নেই। সেকারণেই আজ অরুণ জেটলির সঙ্গে দেখা করে কথা বলেন দীপু মনি। তিনি আশাপ্রকাশ করেছেন, এবিষয়ে ভারতের রাজনৈতিক দলদগুলির প্রয়োজনীয় সমর্থন পাবেন তাঁরা।
First Published: Friday, July 26, 2013, 22:56