Last Updated: August 7, 2012 15:31

একটা হাই ডেফিনিশন ডাইরেক্ট টু হোম বক্স। সঙ্গে আনলিমিটেড রেকর্ডিং ফেসিলিটি। তার সঙ্গে ফোর জিবি পেন ড্রাইভ। ৪০০ পছন্দসই চ্যানেল। পজ অ্যান্ড প্লে-র সুবিধা। এককথায় অবিশ্বাস্য। দামটাও অবিশ্বাস্য। ইন্সটলেশন সহ মাত্র ১ হাজার ৮৯০ টাকা। শুধু একটা ফোন করতে হবে ডিশ টিভিকে। তাহলেই বাড়িতে বসে এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
কলকাতা সহ দেশের চার মেট্রো শহরে এই নেভার বিফোর অফার চালু করেছে ডিশ টিভি। অক্টোবরে যা পেতে চলেছে দেশের আরও ৩৮টি শহর। ট্রাইয়ের নির্দেশে পয়লা নভেম্বর থেকে কলকাতায় বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাইজেশন। তার আগে আকর্ষণীয় এই অফারে যত বেশি সংখ্যক সম্ভব গ্রাহকের কাছে পৌঁছতে চাইছে ডিশ টিভি। নতুন যে অফার তারা পৌঁছে দিচ্ছে, সাধারণভাবে তার দাম ৬ হাজার টাকা। তার অর্ধেকেরও কম দামে এই অফারে ক্রেতারা দারুনভাবে সাড়া দেবেন বলে সংস্থার আশা।
First Published: Tuesday, August 7, 2012, 15:34