Last Updated: Tuesday, August 7, 2012, 15:31
একটা হাই ডেফিনিশন ডাইরেক্ট টু হোম বক্স। সঙ্গে আনলিমিটেড রেকর্ডিং ফেসিলিটি। তার সঙ্গে ফোর জিবি পেন ড্রাইভ। ৪০০ পছন্দসই চ্যানেল। পজ অ্যান্ড প্লে-র সুবিধা। এককথায় অবিশ্বাস্য। দামটাও অবিশ্বাস্য। ইন্সটলেশন সহ মাত্র ১ হাজার ৮৯০ টাকা।