Last Updated: September 27, 2011 18:23

বিয়ের জন্য প্রস্তুত দিয়া মির্জা। লাভ,ব্রেক আপ,জিন্দগী - র লঞ্চে এমনটাই জানান ছবির প্রযোজক দিয়া মির্জা।
তাঁর অসংখ্য অনুরাগীদের সাথে পরিচয় করিয়ে দেন হবু স্বামী ও ছবির পরিচালক সাহিলের ।
প্রযোজকের ভূমিকায় এই প্রথম দিয়া। সঙ্গে পেয়েছেন বন্ধু জায়েদকে।
শুধু কর্ম জীবনেই নয়, ব্যক্তি জীবনেও পরিবর্তন আসতে চলেছে দিয়ার।
সেই নিয়ে বেশ উত্সাহিত প্রক্তন মিস এসিয়া প্যাসিফিক।
তার সাথে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে জায়েদও।
প্রযোজকের ভূমিকায় তিনিও এই প্রথম আত্ম প্রকাশ করতে চলেছেন।
First Published: Wednesday, September 28, 2011, 09:37