Last Updated: Thursday, November 29, 2012, 20:47
জনতা-পুলিস সংঘর্ষে আহত হয়েছেন দু পক্ষের বেশ কয়েকজন। গতকাল রাতে জলসা ছিল আয়ুবপাড়া এলাকায়। গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে চলে জলসা। রাতেই লালবাজার কন্ট্রোল রুমে একটি ফোন আসে। এরপরই পুলিস গিয়ে জলসা বন্ধ করে দেয়। এর জেরে সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। উত্তেজিত জনতা চড়াও হয় নাদিয়াল থানায়। থানার ভিতরে ঢুকে যথেচ্ছে ভাঙচুর চালানো হয়। ইট, বাঁশ, রড দিয়ে তাণ্ডব চলে থানার ব্যারাকেও। পুলিসের বেশ কয়েকটি জিপ ভাঙচুর করে উল্টে দেওয়া হয়। জনতার ছোঁড়া ইটের আঘাতে জখম হন বহু পুলিসকর্মী।