Last Updated: January 24, 2013 19:28

পরপর তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার বিরল নজির থেকে আর মাত্র একধাপ দূরে নোভাক জকোভিচ। বৃহস্পতিবার সেমিফাইনালে ডেভিড ফেরারকে স্ট্রেট সেটে হারিয়ে জকোভিচ বার্তা দিয়ে রখালেন ফেডেরার-মারেকে। এর আগের দুটো রাউন্ডে দারুণ ঘাম ঝড়াতে হলেও ফাইনালে ওঠার ম্যাচে ফেরারকে ৬-২,৬-২,৬-১ হারালেন জোকার। ফাইনালে ওঠার পর আবার বলে রাখলেন, "এবার মনে হচ্ছে খেতাবটা আমার হাতের অনেক কাছে চলে এসেছে"।
জকোভিচের হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ করার লক্ষ্যে কে নামবেন সেটাই ঠিক হবে আগামিকাল, শুক্রবার। মুখোমুখি রজার ফেডেরার-অ্যান্ডি মারে। উইম্বলডন, অলিম্পিক, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের পর ফের টেনিসের মহামঞ্চে মুখোমুখি রজার ফেডেরার-অ্যান্ডি মারে।
First Published: Thursday, January 24, 2013, 19:28