Last Updated: Thursday, January 24, 2013, 19:28
পরপর তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার বিরল নজির থেকে আর মাত্র একধাপ দূরে নোভাক জকোভিচ। বৃহস্পতিবার সেমিফাইনালে ডেভিড ফেরারকে স্ট্রেট সেটে হারিয়ে জকোভিচ বার্তা দিয়ে রখালেন ফেডেরার-মারেকে। এর আগের দুটো রাউন্ডে দারুণ ঘাম ঝড়াতে হলেও ফাইনালে ওঠার ম্যাচে ফেরারকে ৬-২,৬-২,৬-১ হারালেন জোকার। ফাইনালে ওঠার পর আবার বলে রাখলেন, "এবার মনে হচ্ছে খেতাবটা আমার হাতের অনেক কাছে চলে এসেছে"।