Last Updated: January 13, 2014 19:01

অস্ট্রেলিয়ান ওপেনে জয়যাত্রা শুরু করলেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডে স্লোভাকিয়ান লুকাস লাকোকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন জোকোভিচ। গত মাসে বরিস বেকারকে কোচ নিযুক্ত করার পর এই নিয়ে টানা ২৫ ম্যাচে জয় পেলেন জোকার। তাঁর মতোই প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছেন সেরেনাও। তবে ছোট বোন দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেও ছিটকে গিয়েছেন ভেনাস উইলিয়ামস। ঘটে গেছে আরেকটি অঘটনও। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮৮ নম্বরে থাকা লুকসিকা কুমখুমের কাছে কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ষষ্ঠ বাছাই পেত্রা কিটোভা।
জোকেভিচ জিতেছেন ৬-৩, ৭-৬(৭-২), ৬-১ সেটে। অন্যদিকে সেরেনা সহজ জয় পেয়েছেন ৬-২, ৬-১ সেটে। কিটোভার বিরুদ্ধে ৬-২ জয় দিয়ে প্রথম সেট দারুন ভাবে শুরু করলেও দ্বিতীয় সেটে ১-৬ হেরে কিছুটা পিছিয়ে পড়েন কুমখুম। তৃতীয় সেটে ৬-৪ জয় দিয়ে দারুন ভাবে ফিরে আসেন কুমখুম। একতারিনা ম্যাকারোভার কাছে ৬-২, ৪-৬, ৪-৬ সেটে হেরেছেন ভেনাস।
First Published: Monday, January 13, 2014, 19:01