Petra Kvitova - Latest News on Petra Kvitova| Breaking News in Bengali on 24ghanta.com
জয়যাত্রা শুরু জোকোভিচ, সেরেনার, স্বপ্নভঙ্গ ভেনাস, কিটোভার

জয়যাত্রা শুরু জোকোভিচ, সেরেনার, স্বপ্নভঙ্গ ভেনাস, কিটোভার

Last Updated: Monday, January 13, 2014, 19:01

অস্ট্রেলিয়ান ওপেনে জয়যাত্রা শুরু করলেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডে স্লোভাকিয়ান লুকাস লাকোকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন জোকোভিচ। গত মাসে বরিস বেকারকে কোচ নিযুক্ত করার পর এই নিয়ে টানা ২৫ ম্যাচে জয় পেলেন জোকার। তাঁর মতোই প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছেন সেরেনাও। তবে ছোট বোন দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেও ছিটকে গিয়েছেন ভেনাস উইলিয়ামস। ঘটে গেছে আরেকটি অঘটনও। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮৮ নম্বরে থাকা লুকসিকা কুমখুমের কাছে কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ষষ্ঠ বাছাই পেত্রা কিটোভা।

`নরক`-এর পাশে বসল টেনিস সুন্দরীদের মেলা

`নরক`-এর পাশে বসল টেনিস সুন্দরীদের মেলা

Last Updated: Monday, October 21, 2013, 15:15

খেলার দুনিয়ায় ইস্তানবুলকে লোকে চেনে নরক মাঠের শহর হিসাবে। ইস্তানবুলে গালাতাসারের ঘরের মাঠকে বলা হয় হেল মানে নরক। কারণ তুরস্কের দর্শকদের জঙ্গি মনোভাব আর কান ফাটানো চিত্‍কারের সামনে নাকি খেলাই দায়। সেই জঙ্গি মাঠের পাশেই বসল টেনিস সুন্দরীদের মেলা। আসলে বছরের সেরা মহিলা আট টেনিস খেলোয়াড়কে নিয়ে হয় এটিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপ। সেরাদের সেরা হওয়ার এই লড়াই আয়োজন হয় ইস্তানবুলে।