প্যারিস মাস্টার্স জিতে ফার্স্ট বয় জোকোভিচ, ছুঁলেন নতুন মাইলফলক

প্যারিস মাস্টার্স জিতে ফার্স্ট বয় জোকোভিচ, ছুঁলেন নতুন মাইলফলক

প্যারিস মাস্টার্স জিতে ফার্স্ট বয় জোকোভিচ, ছুঁলেন নতুন মাইলফলক ফেরেরাকে হারিয়ে প্যারিস মাস্টার্স জিতলেন জোকোভিচ। রবিবার বার্সি এরেনায় কেরিয়ারের ৪০তম খেতাব জিতে ডব্লিউটিএ তালিকার শীর্ষে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা। সেই সঙ্গেই বিশ্বের ১৫তম খেলোয়াড় হিসেবে ৪০টি খেতাব জেতার মাইলস্টোন স্পর্শ করলেন জোকোভিচ।

জেতার পর জোকোভিচ বলেন, "এখন আমি খুব খুশি। এটা এই মরসুমের সবথেকে গুরুত্বপূর্ণ সপ্তাহ এটা। আমি এভাবেই গোটা বছরটা কাটাতে চাই। এই জয় আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এখন দেখতে চাই লন্ডনে কী হয়।" এ দিন জোকোভিচের কাছে স্ট্রেট সেটে(৭-৫,৭-৫) হারের পর ফেরেরা বলেন, "আমি নোভাককে অভিনন্দন জানাচ্ছি। দারুণ খেলেছে নোভাক। প্যারিস আমার খুব প্রিয়। এখানেই প্রথম মাস্টার্স জিতেছিলাম। গতবছর রোলাঁ গ্যারোতেও ফাইনালে পৌঁছেছিলাম। আমি একটু ক্লান্ত। এখন লন্ডন নিয়ে ভাবতে চাই।"

সেমিফাইনালে নাদালকে হারান ফেরেরা। বিশ্বের এক নম্বর হওয়ার জন্য ফাইনালে ফেরেরাকে হারাতেই হত জোকোভিচকে।



First Published: Monday, November 4, 2013, 19:43


comments powered by Disqus