Last Updated: Monday, November 4, 2013, 19:43
ফেরেরাকে হারিয়ে প্যারিস মাস্টার্স জিতলেন জোকোভিচ। রবিবার বার্সি এরেনায় কেরিয়ারের ৪০তম খেতাব জিতে ডব্লিউটিএ তালিকার শীর্ষে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা। সেই সঙ্গেই বিশ্বের ১৫তম খেলোয়াড় হিসেবে ৪০টি খেতাব জেতার মাইলস্টোন স্পর্শ করলেন জোকোভিচ।