Last Updated: April 25, 2014 11:55

ভারতের বাজার ছাড়তে চলেছে জাপানের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক এনটিটি ডোকোমো। টাটার সঙ্গে জোট বেঁধে ভারতের বাজারে আসে ডোকোমো। কিন্তু ক্রমাগত ব্যাবসায়ীক ক্ষতির কারণে এবার ভারত ছাড়ার সিদ্ধান্ত নিল ডোকোমো। শুক্রবার ডোকোমোর তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষনা করা হয়েছে।
এ দিনই বোর্ডের বৈঠক ডেকে ডোকোমো টাটা টেলিসার্ভিসের ২৬.৫ শতাংশ শেয়ার বিক্রি নিয়ে সিদ্ধান্ত জানাবে। ২০০৯ সালে ডোকোমো টাটা টেলিসার্ভিসে ২৬৬.৭ বিলিয়ন ইয়েন লগ্নি করে। টাটা-ডোকোমো জোটে শেয়ার রয়েছে সিঙ্গাপুরের স্টেট ইনভেস্টর তামাসেক ও ভারতীয় ব্যবসায়ী সি শিবশঙ্করণেরও।
ডোকোমোর তরফ থেকে সিদ্ধান্তের কথা জানানো হলেও টাটার তরফে এখনও কিছু জানানো হয়নি। ডোকোমো ভারতে আসার পর জিএসএম মোবাইলে সেকেন্ড প্রতি কম কল চার্জ নিয়ে এসে ভারতীয় বাজারে জনপ্রিয় হলেও শেষ দুবছরে গ্রাহকদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছিল টাটা-ডোকোমো টেলিকম সার্ভিস। এই মুহূর্তে ভারতের টেলিকম সার্ভিসে থাকা ১২টি সংস্থার মধ্যে ৭ নম্বরে রয়েছে টাটা ডোকোমো।
First Published: Friday, April 25, 2014, 11:55