Last Updated: Friday, April 25, 2014, 11:55
ভারতের বাজার ছাড়তে চলেছে জাপানের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক এনটিটি ডোকোমো। টাটার সঙ্গে জোট বেঁধে ভারতের বাজারে আসে ডোকোমো। কিন্তু ক্রমাগত ব্যাবসায়ীক ক্ষতির কারণে এবার ভারত ছাড়ার সিদ্ধান্ত নিল ডোকোমো। শুক্রবার ডোকোমোর তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষনা করা হয়েছে।