শীত শেষে জমে উঠল ডগ শো

শীত শেষে জমে উঠল ডগ শো

শীত শেষে জমে উঠল ডগ শোছোট্ট চি হুয়া হুয়া থেকে ছিপছিপে ডোবারম্যান, হাজির সকলেই। কেউ ব্যস্ত মালিকের হাতের চেন ছাড়িয়ে ছুটে যেতে। আবার কারোর পছন্দ শুধুই উষ্ণ আদর। আর এসব নিয়েই জমে উঠল সন্তোষ মিত্র স্কোয়ারের ডগ শো। আয়োজন করেছে নর্থ ক্যালকাটা ক্যানাইন ক্লাব।

সোনালি লোমের ফাঁক দিয়ে উঁকি মারছে উজ্জ্বল একজোড়া কালো চোখ। আর তাতেই সকলের নজর কাড়ছে ছোট্ট পমেরেনিয়ান। কিন্তু, মালিকের কোলের আরামটুকু ছাড়া সম্ভবত ওর আর কিছুই চাওয়ার নেই।
 
পকেট ডগ চি হুয়া হুয়া অবশ্য অনেক বেশি প্রাণবন্ত। যতই পকেটে রাখার চেষ্টা করা হোক না কেন, বারবারই বেরিয়ে এসে ক্যামেরা লুক দিয়েছে বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতির এই কুকুরটি।
 
সকলের মধ্যে থেকেও নিজের স্বাতন্ত্র বজায় রেখেছে শান্ত আইরিশ সেটার। সাদার ওপর কালো পোলকা ডট্‍‍সের ডালমেশিয়ানের সঙ্গে অনেকদিন আগেই পরিচয় হয়ে গিয়েছে সাধারণ মানুষের। শীত শেষে এই সারমেয়দের নিয়েই জমে উঠল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার।







First Published: Sunday, February 5, 2012, 19:05


comments powered by Disqus