santosh mitra square - Latest News on santosh mitra square| Breaking News in Bengali on 24ghanta.com
শীত শেষে জমে উঠল ডগ শো

শীত শেষে জমে উঠল ডগ শো

Last Updated: Sunday, February 5, 2012, 18:31

ছোট্ট চি হুয়া হুয়া থেকে ছিপছিপে ডোবারম্যান, হাজির সকলেই। কেউ ব্যস্ত মালিকের হাতের চেন ছাড়িয়ে ছুটে যেতে। আবার কারোর পছন্দ শুধুই উষ্ণ আদর। আর এসব নিয়েই জমে উঠল সন্তোষ মিত্র স্কোয়ারের ডগ শো। আয়োজন করেছে নর্থ ক্যালকাটা ক্যানাইন ক্লাব।