গোল্ডেন গ্লোবে সেরা ডগলাস, লিওনার্দ

গোল্ডেন গ্লোবে সেরা ডগলাস, লিওনার্দ

গোল্ডেন গ্লোবে সেরা ডগলাস, লিওনার্দ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার সম্মান পেলেন মাইকেল ডগলাস। ৭১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে টেলিভিশন মিনিসিরিজ বিহাইন্ড দ্য ক্যান্ডেলাবরার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ডগলাস। টিভি কমেডি সিরিজ পার্কস অ্যান্ড রিক্রিয়েশনের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন অ্যামি পোয়েলর। মোশন পিকচার কমেডি বিভাগেও আমেরিকান হাসল ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অ্যামি। রবিবার বেভরলি হিলসে বসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের আসর।

মোশন পিকচার কমেডি বিভাগে দ্য উল্ফ অফ ওয়ালস্ট্রিট ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন লিওনার্দ ডি`ক্যাপ্রিও। ব্ল্যাক কমেডি ছবিতে স্টকবেরোকার জর্ডন বেলফোর্টের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেরা ছবি ড্রামা-টুয়েলভ ইয়ার্স আ স্লেভ, সেরা ছবি কমেডি-আমেরিকান হাসলস, সেরা সহ অভিনেত্রী-জেনিফার লরেন্স(আমেরিকান হাসলস)।

First Published: Monday, January 13, 2014, 20:08


comments powered by Disqus