Last Updated: Monday, January 14, 2013, 17:59
অস্কারে মনোনয়ন মেলেনি। গোল্ডেন গ্লোবে সেরা পরিচালকের পুরস্কার উঠল তাঁর ঘরেই। ১৯৭৯-এ ইরানে অপহরণের টানটান নাটকের পটভূমিতে তৈরি ছবি আরগোর জন্য সেরা পরিচালক আর ড্রামা বিভাগে সেরা ছবির গোল্ডেন গ্লোব পেলেন বেন অ্যাফলেক। মিউজিক্যাল অ্যান্ড কমেডি বিভাগে অবশ্য সেরা ছবির পুরস্কার পেল টম হুপারের লা মিসারেব্ল। শুধু সেরা ছবিই নয়, এই সিনেমায় অভিনয়ের জন্য হিউ জ্যাকম্যান ও অ্যানি হ্যাথওয়ে সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেত্রীর গোল্ডেন গ্লোব পেলেন। তবে রবিবার রাতে খানিকটা খালি হাতেই ফিরতে হল অ্যাং লির `লাইফ অফ পাই`-কে।