ইসিএলের ৯টি কোলিয়ারিতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করল ডিপিএস, DPS power cuts in 9

ইসিএলের ৯টি কোলিয়ারিতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করল ডিপিএস

Tag:  DPS Koliari Bank Power cut ECL
ইসিএলের ৯টি কোলিয়ারিতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করল ডিপিএসব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে বিরোধের জেরে ইসিএলের ৯টি কোলিয়ারিতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করল দিশেরগড় পাওয়ার সাপ্লাই কর্পোরেশন লিমিটেড বা ডিপিএস। কয়লা উত্পাদন ব্যাহত হওয়ায় রাজ্যজুড়ে বিদ্যুত্ সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কোলিয়ারির আবাসনেও। ডিপিএসের দাবি ইসিএলের কাছে পাওনা ৬৩ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি না পেয়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ইসিএল বলেছে, বিদ্যুত না দিলে তারা কয়লা উত্পাদন করতে পারবে না।





First Published: Monday, December 19, 2011, 21:34


comments powered by Disqus