৬৩-তে স্বপ্নসুন্দরী

৬৩-তে স্বপ্নসুন্দরী

Tag:  Sholay Hema Malini
৬৩-তে স্বপ্নসুন্দরীযাত্রা শুরু সেই `সপ্‌নো কা সওদাগর` দিয়ে, ১৯৬৮ সালে। মাঝে কেটে যাওয়া চার দশকেও অমলিন ড্রিম গার্ল হেমা মালিনীর গ্ল্যামার। আজ জন্মদিনে, ৬৩-তে পা দিয়েও একই রকম মোহময়ী হেমা মালিনী। `শোলে` র ছলবলি বসন্তি থেকে `বাগবান`-এর স্নেহশীল মা পূজা মলহোত্রা, হেমা মালিনীর অভিনয় শৈলীতে আজও মাতোয়ারা পহেলগাঁও থেকে পণ্ডিচেরী। রুপোলি পর্দার পাশাপাশি, ভরতনাট্যম শিল্পী থেকে রাজনীতির মঞ্চ, সুবিস্তৃত কর্মক্ষেত্রের সর্বত্রই মৌলিক স্বাক্ষর রেখেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
আজ জন্মদিনে তাঁর অসংখ্য ভক্তকুলের মধ্যে রইল আমাদেরও শুভেচ্ছা।

First Published: Sunday, October 16, 2011, 16:41


comments powered by Disqus