Last Updated: Sunday, October 16, 2011, 16:41
যাত্রা শুরু সেই `সপ্নো কা সওদাগর` দিয়ে, ১৯৬৮ সালে। মাঝে কেটে যাওয়া চার দশকেও অমলিন ড্রিম গার্ল হেমা মালিনীর গ্ল্যামার। আজ জন্মদিনে, ৬৩-তে পা দিয়েও একই রকম মোহময়ী হেমা মালিনী। `শোলে` র ছলবলি বসন্তি থেকে `বাগবান`-এর স্নেহশীল মা পূজা মলহোত্রা, হেমা মালিনীর অভিনয় শৈলীতে আজও মাতোয়ারা পহেলগাঁও থেকে পণ্ডিচেরী।