Last Updated: April 20, 2012 23:28

পরের মরসুম থেকে নীল জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না দিদিয়ের দ্রোগবা কে। চলতি মরসুমের শেষে চেলসি ছেড়ে দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই চিনের ফুটবল ক্লাব সাংঘাই শেনহুয়ার সঙ্গে দুবছরের চুক্তি করেছেন দ্রোগবা।
চুক্তি অনুযায়ী সপ্তাহে এক কোটি চার লাখ টাকা পাবেন তিনি। চেলসি ক্লাবে একদা তাঁর সতীর্থ নিকোলাস অ্যানেলকা সঙ্গে আবার জুটি বাঁধবেন দ্রোগবা। চিনের শেনহুয়া ক্লাবের কোচ অ্যানেলকা।
First Published: Friday, April 20, 2012, 23:31