Last Updated: Monday, December 5, 2011, 17:00
রোগবা, ক্লোজেদের জীবন কি বিপন্ন? বা আমাদের স্থানীয় লিগে রহিম নবি বা দীপেন্দু বিশ্বাসরাও কি সমস্যার মুখে? শিশির ঘোষ, সাবির আলিরাও কি খেলোয়াড়ি জীবনেই বিপন্ন করে ফেলেছেন নিজেদের ভবিষ্যতকে। মার্কিন যুক্তরাষ্ট্রে একদল গবেষকদের গবেষনা দেখে তো সেই আশঙ্কাই দেখা দিয়েছে। কেন? ফুটবল মানে পায়ের লড়াই। পায়ের জাদু দেখানোর সেরা অপেরা।