Last Updated: February 25, 2014 22:06

নিজের পেশাদার টেনিস কেরিয়ারে সবচেয়ে বড় জয় পেলেন ভারতীয় তারকা সোমদেব দেববর্মন। মঙ্গলবার দুবাই ওপেনে সোমদেব হারিয়ে দিলেন ২০০৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপত্রোকে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচে সোমদেবের এই দুরন্ত জয়ের পিছনে অবশ্য থাকল প্রতিপক্ষের চোট।
বিশ্বের ৭৮ নম্বর ত্রিপুরার ছেলে সোমদেব প্রথম সেটে ৭-৬ জয়ের পর পায়ে ব্যথা অনুভব করেন প্রতিপক্ষ দেলপত্রো। এক ঘণ্টা, সাত মিনিট চলা সেটের পর 'মেডিক্যাল টাইম আউট' নেন দেলপত্রো। এটিপি র্যাঙ্কিংয়ে বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় দেলপত্রো এরপর ম্যাচ ছেড়ে দেন। আর এতেই জীবনের সেরা জয় পেয়ে যান সোমদেব।
২০০৪ সালের পর রজার ফেডেরার, রাফায়েল নাদালের বাইরে এই দেলপত্রোয় ছিলেন প্রথম টেনিস খেলোয়াড় যিনি গ্রান্ডস্লাম জিতেছিলেন। ২০০৯ ইউএস ওপেনের ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে খেতাব জিতেছিলেন মেসির দেশের এই মহাতারকা খেলোয়াড়।
গত দেড় বছর পেশাদার টেনিস সার্কিটে ফর্মটা ভাল যাচ্ছে না সোমদেবের। কিন্তু ২০১৪ এসে ব্যাপরটা অন্য রকম হচ্ছে। বছরের শুরুতে এত বড় একটা অঘটন ঘটিয়ে সোমদেব কিন্তু আগ্রহ বাড়িয়ে দিলেন, হয়ত অপেক্ষার উত্সাহও।
First Published: Tuesday, February 25, 2014, 22:08