ছ`মিনিটে ৯৪ কিলোমিটার জুড়ে পুড়ল ৫ লক্ষ বাজি, বিশ্বরেকর্ডের সঙ্গে ২০১৪ কে আবাহন করল দুবাই

ছ`মিনিটে ৯৪ কিলোমিটার জুড়ে পুড়ল ৫ লক্ষ বাজি, বিশ্বরেকর্ডের সঙ্গে ২০১৪ কে আবাহন করল দুবাই

ছ`মিনিটে ৯৪ কিলোমিটার জুড়ে পুড়ল ৫ লক্ষ বাজি, বিশ্বরেকর্ডের সঙ্গে ২০১৪ কে আবাহন করল দুবাই অনন্য আলোর ঝলকানিতে নতুন বছরের আবাহন করল দুবাই। কায়েম করল নয়া বিশ্বরেকর্ড। পৃথিবীর সর্ববৃহৎ আতসবাজির খেল দেখল ২০১৪ সালের প্রথম রাত।

দীর্ঘ ১০ মাসের প্রস্তুতি। যার ফল স্বরূপ মাত্র ৬মিনিটে ৯৪ কিলোমিটার অঞ্চল জুড়ে এক সঙ্গে পুড়ল ৫ লক্ষ আতসবাজি। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অদ্ভুত মুহূর্তের রেকর্ড বন্দী হওয়ার সাক্ষী হিসাবে।

এই চোখ ধাঁধানো বাজির আলো অন্ধকার রাতের বুক চিড়ে সমুদ্রের উপর কৃত্রিক সূর্যোদয় তৈরি করল। উচ্চতায় এক কিলোমিটার ছাড়িয়ে গেল এই বাজির খেল।

২০১২ সালে কুয়েতে এক সঙ্গে ৭৭,২৮২টি আতসবাজি পুড়েছিল। উদ্দোক্তাদের উদ্দেশ্য ছিল এই রেকর্ড ছাপিয়ে যাওয়া।

দুবাইতে বাজি পোড়ানো শুরু হওয়ার প্রথম মিনিটেই কুয়েতের রেকর্ড ভেঙে যায়।

বিশ্বজুড়ে আড়ম্বরের সব রেকর্ড ছাপিয়ে যাওয়া এই আতসবাজি উৎসবের মূল নকশা করেছে মার্কিনি আতসবাজি সংস্থা গ্রুচ্চি।

একসঙ্গে ১০০টি কম্পিউটার পুরো ঘটনাটি নিয়ন্ত্রণ করেছে। বাজি পোড়ার সময় সারাক্ষণ ধরে চলেছে সুরের মুর্ছনা। ২০০ জন বিশেষজ্ঞের অঙ্গে অনবরত পরিশ্রম করে ৫,০০০ জন শ্রমিক এই বাজির খেলার বাস্তব রূপ দিয়েছেন।

First Published: Thursday, January 2, 2014, 15:48


comments powered by Disqus