Last Updated: Thursday, November 8, 2012, 18:24
কলকাতা পুলিসের আওতায় নতুন এলাকা সংযোজনের পর বেড়েছে বাজি বাজারের সংখ্যাও। এবার বাজি পসরা বসছে শহরের তিন জায়গায়। আজ ময়দানে বাজি বাজারের প্রস্তুতি খতিয়ে দেখলেন কলকাতার নগরপাল রঞ্জিত কুমার পচনন্দা, দমকল ও সিইএসসি-র উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা সংক্রান্ত বেশকিছু ত্রুটি অবিলম্বে উদ্যোক্তাদের শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছেন তাঁরা।