Last Updated: July 23, 2013 09:04

ব্রিটিশ রাজপরিবারে এল নতুন অতিথি। কাল স্থানীয় সময় বিকেল ৪টে ২৪ নাগাদ ডাচেস অফ কেমব্রিজ জন্ম দেন এক পুত্র সন্তানের। কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম লন্ডনের প্যাডিংটনে সেন্ট মেরি হাসপাতালে জন্ম হয় ভাবী রাজপুত্রের। ডিউক অফ কেমব্রিজ স্বাভাবিক ভাবেই এই খবরে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি।
নবজাতকের আগমনে খুশি গর্বিত দাদু প্রিন্স চার্লসও। উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, স্কটল্যান্ড এবং ওয়েলশের ফার্স্ট মিনিস্টাররা। অভিনন্দন জানিয়েছেন, ক্যান্টারবেরির আর্চবিশপ।
কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই শিশুটির নাম জানানো হবে।
First Published: Tuesday, July 23, 2013, 09:04