Last Updated: Saturday, December 8, 2012, 11:22
প্রভাতী অসুস্থতার কারণে লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে ভর্তি হন গর্ভবতী কেট। বুধবার ভোর সাড়ে ৫টায় প্রিন্স চার্লস এবং স্বয়ং রানির নাম করে একটি ফোন আসে হাসপাতালে। ফোন ধরেন ৪৬ বছরের ভারতীয় বংশদ্ভূত নার্স জাসিনথা সালদানহা। অবলীলায় জানিয়ে দেন অসুস্থ কেটের হালহকিকৎ। তারপরেই জানা যায় ওটি আসলে উড়ো টেলিফোন। অস্ট্রেলিয়ার দুই রেডিও জকি মেল গ্রেগ মাইকেল ক্রিশ্চান সিডনি থেকে ওই কলটি করেন। বলাই বাহুল্য, রাজবাড়ির অন্দরমহল নিয়ে এহেন রসিকতা মোটেই রসবোধে গৃহীত হয়নি ব্রিটেনে। রাজবাড়ির তরফ থেকে কোনও দোষারোপ না করা হলেও সমালচনার ঝড় ওঠে দেশ জুড়ে। দায়ী করা হয় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকেও। সূত্রে খবর, মানসিক ভাবে এই চাপে বিপর্যস্ত হয়ে পড়ছিলেন জাসিনথা। এর পরে শুক্রবার তাঁর দেহ মেলে। প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে করছে স্কটল্যান্ড ইয়ার্ড।