দলীপে যুবির ডাবল সেঞ্চুরি, টেস্ট দলে ফেরা সময়ের অপেক্ষা!

দলীপে যুবির ডাবল সেঞ্চুরি, টেস্ট দলে ফেরা সময়ের অপেক্ষা!

দলীপে যুবির ডাবল সেঞ্চুরি, টেস্ট দলে ফেরা সময়ের অপেক্ষা!ক্যানসারকে হেলায় হারিয়ে বাইশ গজে আবার বীর বিক্রমে হাজির যুবরাজ ম্যাজিক। হায়দরাবাদে দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে সোমবার ঝকঝকে দ্বিশতরান উপহার দিলেন যুবি।

মারণ রোগ থেকে সেরে ওঠার পর প্রথম শ্রেণীর ক্রিকেট এই বাঁ হাতির আজকের পারফরমেন্স ভারতীয় টেস্ট দলে তাঁর প্রত্যাবর্তনের দাবি আরও জোরাল করল।

যুবির ২০৮ রানের অসাধারণ ইনিংসটি সাজানো ছিল ৩৩ টা বাউন্ডারি আর ৩ টে ওভারবা উন্ডারি দিয়ে। গতকাল ১৫২ বলে ১৩৩ রানে অপরাজিত ছিলেন যুবি।
মূলত যুবরাজের ব্যাটের উপর ভর করেই উত্তরাঞ্চল প্রথম ইনিংসে ৪৫১ রানের বড় টার্গেট খাড়া করতে পেড়েছে।

বহু দিনের জাতীয় দলের সঙ্গী মুরলী কার্তিকের বলে অবশেষে থামে যুবি এক্সপ্রেস। তবে ততক্ষণে যুবি জীবনকে জেতানো ইনিংস খেলে ফেলেছিলেন।






First Published: Monday, October 15, 2012, 16:22


comments powered by Disqus